মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Rahul Majumder | | Editor: Syamasri Saha ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ৩৯Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: ২০২০ সালে ঘোষণা হয়েছিল সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে এক ছবিতে দেখা যাবে বাঙালির দুই প্রিয় চরিত্রকে। সেই দুই চরিত্র কারা? প্রদোষ চন্দ্র মিত্র ওরফে ফেলুদা এবং প্রোফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু! প্রযোজনা সংস্থা এসভিএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছিল এই খবর। ছবিটি পরিচালনার দায়িত্বে থাকছেন সত্যজিৎপুত্র সন্দীপ রায়। চ্যালেঞ্জ নিঃসন্দেহে বড় হলেও সেই দায়িত্ব নিয়ে ফেলেছিলেন সন্দীপ। তবে এরপর বিশ্বজুড়ে করোনার অতিমারির পাশাপাশি প্রযোজনা সংস্থার সঙ্গে ছবি তৈরির বিষয়ে সৃষ্টিশীলতা সম্পর্কে পার্থক্য তৈরি হওয়ায় সেই ছবির কাজ শুরু করা যায়নি। তবে কি ফেলুদা ও শঙ্কুর এই জোড়া অভিযান আর হাজির হবে না বড়পর্দায়? আজকাল ডট ইন-এর করা এই প্রশ্নের জবাব দিলেন খোদ সন্দীপ রায়।
দ্বিধাহীনভাবে স্পষ্ট ভাষায়, কাটা কাটাভাবে তিনি বললেন, “একদম হাজির হবে। যেমন ভেবেছিলাম একই ছবির প্রথমার্ধ্বে একটি ছোট শঙ্কুর গল্প ও দ্বিতীয়ার্ধ্বে ফেলুদার গল্প দেখানো হবে দর্শককে, ঠিক তেমনভাবেই। তবে একটু সময় লাগবে। পরিকল্পনা করাই রয়েছে। আপাতত কয়েকটি ছোট গল্প নিয়ে একটি ছবি তৈরি করছি। যেমন, আগেও করেছি... ‘যেখানে ভূতের ভয়’, ‘চার’। বাবার গল্প তো থাকছেই, এছাড়াও একাধিক যশস্বী লেখকের গল্প নিয়েও লেখা হয়েছে এই ছবির চিত্রনাট্য। এই ছবিটা আগে হোক, তারপর...তারপর দেখা যাক।”
প্রসঙ্গত, ১৯৬৫ সালের ডিসেম্বর মাসের ‘সন্দেশ’ পত্রিকায় ফেলুদা সিরিজের প্রথম গল্প ‘ফেলুদার গোয়েন্দাগিরি’ প্রকাশিত হয়। প্রথমে শুধু ফেলুদা তোপসে থাকেলও ধীরে ধীরে সেই দুই চরিত্রের পাশাপাশি সত্যজিৎ হাজির করেছিলেন জটায়ু-কে। বাকিটা ইতিহাস। অবশ্য, ফেলু-তোপসের আবির্ভাবের বছর চারেক আগেই প্রফেসর শঙ্কুর পাঠকদের পরিচয় করিয়ে দিয়েছিলেন সত্যজিৎ। সেখানে তিনি বিজ্ঞানের পাশাপাশি কল্পনাকেও প্রশ্রয় দিয়েছিলেন। ৬৯টি ভাষা জানেন শঙ্কু। আলেকজেন্ডার গ্রাহাম বেলের পর আবিষ্কারক হিসাবে শঙ্কু-ই যে একমেবাদ্বিতীয়ম তা স্বীকার করে নিয়েছে পাঁচটি মহাদেশের তাবড় তাবড় বিজ্ঞানীরা। শঙ্কু হায়ারোগ্লিফিক পড়তে পারেন, হরপ্পা ও মহেঞ্জোদাড়োর লিপির অর্থ উনিই প্রথম বের করেন। আবার নিজের হাতেই যেমন বানিয়েছেন সর্বরোগবিনাশক ওষুধ মিরাকিউরল তেমন আনকোরা নতুন তৈরি ধাতু দিয়ে তৈরি করেছেন শ্যাঙ্কোপ্লেন। আন্তর্জাতিক হয়েও খাঁটি বাঙালি শঙ্কু। আইকনিক এই দুই চরিত্রই নিজস্বতায় জোরে বছরের পর বছর ধরে পাঠকদের মনে জায়গা করে নিয়েছে। তাই এক ছবিতে আলাদা ফ্রেমে হলেও এই দুই চরিত্রকে ফের বড়পর্দায় দেখতে যে উৎসুক হয়ে রয়েছেন ছবিপ্রেমী দল, তাতে কোনও সন্দেহ আছে কি?
নানান খবর

নানান খবর
রহস্য মৃত্যু 'ফ্যামিলি ম্যান' খ্যাত অভিনেতার! ভিজে গায়ে সমাজমাধ্যমে উত্তেজনার পারদ চড়ালেন সলমন

স্বরলিপি চট্টোপাধ্যায়কে আক্রমণ, রাস্তায় মাকে মারধর! কোনওরকমে প্রাণে বাঁচলেন মা-মেয়ে, ঠিক কী হয়েছিল অভিনেত্রীর সঙ্গে?

'ইন্ডাস্ট্রিতে সবাই খুনি..!' বিস্ফোরক অভিযোগ তুলে বলিউড ছাড়ছেন কোন অভিনেত্রী?

মেট্রোতে উঠে কী করলেন অঞ্জনা বসু, রোশনি, পথিকৃৎ?
বিমানবন্দরে সুমিত অরোরাকে দেখে জাপটে ধরলেন ঋতাভরী! সোহাগে-আদরে প্রেমিককে কোন গোপন কথা জানালেন অভিনেত্রী?

ঢকঢক করে নয়, রসিয়ে রসিয়ে নিজের মূত্র পান করতে পরেশ রাওয়ালকে বলেছিলেন ‘সিংহম’ এর বাবা! কিন্তু কেন?
ভাঙনের আঁচ 'পরশুরাম-তটিনী'র সংসারে! কোন বিপদের ছায়া নামছে ধারাবাহিকের নতুন মোড়ে?

‘বাবুরাম সাপুড়ে’ থেকে ‘হুঁকোমুখো হ্যাংলা’-র পাতায় ছড়াচ্ছে রক্ত! প্রকাশ্যে ‘ম্যাডাম সেনগুপ্ত’র হাড় হিম করা পোস্টার

বাবা হতে চলেছেন সিদ্ধার্থ, তার মাঝেই নাম জড়াল অনন্যা এবং শ্রীলীলার সঙ্গে!

পর্দায় এবার জ্যাকলিন-সুকেশের প্রেমকাহিনি! কোন ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে বলিপাড়ায় চর্চিত জুটির রোম্যান্স?

জামাকাপড় খুলে শুধু অন্তর্বাস পরে বসো! সাজিদ খানের বিরুদ্ধে ফের বিস্ফোরক কোন অভিনেত্রী?

‘গ্যাংস অফ ওয়াসেপুর ৩’ আসছে কবে? মুখ্যচরিত্রে থাকবে ‘ফয়জল খান’? ফাঁস করলেন নওয়াজ

শেষ মুহূর্তে ‘ওমকারা’ হাতছাড়া হয়েছিল আমির খানের, কোন চরিত্রে প্রত্যাখ্যাত হন 'মি. পারফেকশনিস্ট’?

হাসপাতাল থেকে শুটিং ফ্লোর সামলিয়ে ফের হাসপাতালে কাঞ্চন মল্লিক, কেন দু’বার ভর্তি হতে হল? এখন কেমন আছেন অভিনেতা?

পাহাড়কে সাক্ষী রেখে প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন নির্ঝর মিত্র, কবে বিয়ের পিঁড়িতে বসছেন পরিচালক?

মাত্র ২৪ বছর বয়সেই থামল হৃদস্পন্দন! জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটারের মৃত্যুতে শোকের ছায়া নেটপাড়ায়

প্রথমবার বাংলা ছবিতে গজরাজ রাও! কোন বাঙালি অভিনেত্রীর সঙ্গে পর্দাভাগ করবেন?